আটতলা এই বাড়িটি দুই বন্ধু আমাদের কাছ থেকে ডিজাইন করে নিয়েছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি উনাদের স্বপ্ন পূরন করার জন্য। উনারা চাচ্ছিলেন বাড়িটির দুটি ফ্লাটে উনারা থাকবেন বাকিগুলো ভাড়া দেবেন।
গ্রাউন্ড ফ্লোরে দুটি গাড়ির পার্কিং রয়েছে এবং ১টি ছোট ফ্লাট রয়েছে