মিরপুর ১০ নম্বরে অবস্থিত ফকির বাড়ি নামে পরিচিত এক পীরের দরবার রয়েছে। উক্ত দরবারের পীর সাহেবের পুত্র নিজস্ব একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি জমি আলাদা করেন এবং জমিটি আমাদের মাধ্যমে ভিজিট করান। জমি পরিদর্শনের পর আমরা বাড়িটির নকশা প্রণয়নের কাজ শুরু করি।
নকশায় ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলা ডুপ্লেক্স আকারে ডিজাইন করা হয়েছে বর্তমানে উনারা সেখানে বসবাস করতেছেন, আর তৃতীয় তলা থেকে প্রতিটি তলায় তিনটি স্বতন্ত্র ইউনিট করা হয়েছে।