এই বাড়িটি প্রথমে এক জন ইঞ্জিনিয়ার ডিজাইন করেছিলেন। সেই নকশা অনুযায়ী ফাউন্ডেশনের কাজ সম্পন্ন হয় এবং একটি ছাদের ঢালাইও সম্পন্ন করা হয়। কিন্তু দ্বিতীয় ছাদে এসে দেখা যায়, ডুপ্লেক্স ডিজাইনের শৃঙ্খলা ও মিল একদমই নেই। এই অবস্থায় বাড়ির মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেন । আমরা প্রজেক্টটি পরিদর্শন করে দেখি, পূর্বের ডিজাইনটি কার্যত ব্যবহারযোগ্য নয়। তাই আমরা সম্পূর্ণ নতুনভাবে নকশা তৈরি করি — যেখানে ২য়, ৩য় ও ৪র্থ তলায় একটি ট্রিপ্লেক্স ইউনিট পরিকল্পনা করা হয়। এই ট্রিপ্লেক্সটি অত্যন্ত এক্সক্লুসিভভাবে সাজানো হয়েছে, যা আধুনিক নকশা ও আরামদায়ক আবাসনের এক অনন্য সমন্বয়।