সৌদি প্রবাসী এই ভাই একদিন আমাদের অফিসে আসেন। অফিস ভিজিটের সময় তিনি জানান, তাঁর বাড়িটি জিন্দা পার্ক এলাকায় অবস্থিত। জিন্দা পার্ক সম্পর্কে আমাদের পূর্বে তেমন ধারণা ছিল না — তাঁর মাধ্যমেই আমরা সঠিক অবস্থানটি জানতে পারি। পরবর্তীতে আমরা জমিটি পরিদর্শন করি এবং প্রকল্পটির নকশা প্রণয়নের কাজ শুরু করি।
বর্তমানে প্রকল্পটি ফিনিশিং পর্যায়ে রয়েছে, ইনশাআল্লাহ অচিরেই সম্পূর্ণ কাজ শেষ হবে।