এই ভবনটি মিরপুরে অবস্থিত। বাড়ির মালিকের মেয়ে একজন আমেরিকান প্রবাসী। বাড়ির মালিকের স্বপ্ন ছিল একটি বিশাল ভবন নির্মাণ করা, এবং সেই লক্ষ্যেই তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। প্রবাস থেকে তিনি আমাদের নিয়মিত ইউটিউব ভিডিও দেখে এই প্রজেক্টের আপডেট verfolgen করেন। আমরা প্রথমে জমিটি পরিদর্শন করি এবং একটি কমার্শিয়াল ও রেসিডেনশিয়াল মিলিত ভবনের ইউনিক ডিজাইন তৈরি করি। বর্তমানে কমার্শিয়াল অংশটি সম্পন্ন হয়েছে, এবং রেসিডেনশিয়াল অংশটি নির্মাণাধীন।