এই বাড়ীটি আমার সচরাচর ডিজাইন থেকে একটু ভিন্ন । এই ক্লায়েন্ট একটি ভিন্ন ডিজাইনের বাড়ি করতে চাচ্ছিলেন এবং আমাকে শুধু তার রিকয়্যারমেন্ট উল্লেখ করে ডিজাইন করতে বললেন । আমি প্রথমে জমিটা ভিজিট করে আমার মত করে মডেল করে ডিজাইন রেডি করি।