ঢাকার মধ্যেই অনেকেরই প্রাসাদসম বিশাল অট্টালিকা আছে , সেখানে হয়তো আপনি আলিশান ফ্ল্যাট কিনে বসবসাস করছেন, কিন্তু আপনার বাচ্চাকে কি আপনি সুস্থ ভাবে বড় করে তুলতে পারছেন ? তারা কি পর্যাপ্ত আলোবাতাস, খেলার জায়গা পাচ্ছে ?
এই ভাবনা থেকেই এই বাড়ীটির মালিক ডুপ্লেক্স এই বাড়ীটি নির্মান করছেন । এই বাড়ির মালিক ছুটির দিনগুলো বাচ্চাদের শহরের বদ্ধ ঘরে আঁটকে রাখতে চান না। সেই প্ল্যান থেকেই ঢাকার পাশেই কেরানীগঞ্জে নির্মান করছেন ডুপ্লেক্স এই বাড়ীটি ।