মাসউদ একজন ফ্রান্স প্রবাসী। নিজের পরিবারের জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণের স্বপ্ন নিয়ে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। তার স্ত্রী আমাদের ইউটিউবের নিয়মিত দর্শক এবং আমাদের ডিজাইনগুলো তিনি ভীষণ পছন্দ করেন।আমাদের কাজের প্রতি তাদের আস্থা থেকেই তিনি আমাদের ডিজাইনগুলো তার জামাইকে দেখান এবং পরবর্তীতে আমাদের কাজের সুপারিশ করেন। সেই সূত্রে মাসউদ ভাই আমাদের দায়িত্ব দেন তার স্বপ্নের বাড়ির ডিজাইন তৈরির।আমরা জমিটি সরেজমিনে পরিদর্শন করি এবং তার স্ত্রীর নির্দেশনা ও পছন্দ অনুযায়ী বাড়িটির ডিজাইন সম্পন্ন করি। এই প্রজেক্টটি আমাদের কাছে শুধু একটি কাজ নয়, বরং আস্থা ও ভালোবাসার এক বাস্তব প্রতিফলন।