ছবির মতো একটি গ্রাম বড়ই বাড়ী , মকস বিলের জন্য একনামে সারাদেশে পরিচিত পরিচিত। অসাধারণ এই বাড়িটির মালিক প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই গ্রামে একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চাচ্ছিলেন যেখান থেকে তিনি গ্রামের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারেন। উনি চাচ্ছিলেন উনার বড় বাঁকা জমিটার যেন সঠিক ব্যাবহার হয়৷ উনার স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করার দেওয়ার দায়িত্বটা উনি আমাদের দেন। প্রথমে আমরা কালিয়াকৈর গিয়ে জমিটি ভিজিট করি । তারপর উনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন শুরু করি। আশা করি কয়েকদিনের মধ্যেই বাড়িটির কাজ শুরু হয়ে যাবে।