জনাব হাবিবুল্লাহ একজন ডুবাই প্রবাসি। তার জীবনের অন্যতম বড় স্বপ্ন ছিল নিজের একটি বাড়ি নির্মাণ করা। তার স্ত্রীও সেই স্বপ্নে ছিলেন তার সঙ্গী। তবে একসময় তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, ফলে স্বপ্নটা অনেকদিন অপূর্ণই থেকে যায়।পরে ডুবাই কিছুদিন পরিশ্রম করে কিছু সঞ্চয় গড়ে তোলেন জনাব হাবিবুল্লাহ। তখনই তিনি তার সেই বহুদিনের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তার জমিটি সরেজমিনে পরিদর্শন করি এবং জমির অবস্থান ও প্রয়োজন অনুযায়ী একটি মনোমুগ্ধকর বাড়ির ডিজাইন তৈরি করি। ডিজাইনটি তিনি ও তার পরিবার অত্যন্ত পছন্দ করেন।বর্তমানে বাড়ির নির্মাণকাজ প্রায় শেষ এবং তারা এখন সেই স্বপ্নের বাড়িতেই বসবাস করছেন।
২ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, লিফট আছে সাথে আছে সাব স্টেশন রুম।