জনাব জাকির আহমেদ একজন মালয়েশিয়া প্রবাসী ও সফল ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তবে এই বাড়িটি তিনি শুধুমাত্র নিজের জন্য নয় — তার প্রিয় মায়ের স্মৃতি ধরে রাখার জন্য, মায়ের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে নির্মাণ করছেন।মায়ের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে আমরা তার জমিটি সরেজমিনে পরিদর্শন করি এবং স্থান, আলো-বাতাস ও প্রয়োজন বিবেচনা করে একটি সুন্দর ও হৃদয়স্পর্শী ডিজাইন তৈরি করি।বর্তমানে এই বাড়ির কাজ চলমান রয়েছে, আর জাকির আহমেদ সাহেব প্রতিনিয়ত তার মায়ের স্বপ্নের সেই বাড়ি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন।