এই বাড়িটি নির্মান করা হবে ফরিদপুরের সদরপুর এলাকাতে। জমিটি একটু গ্রাম্য এলাকায় তাই বাড়ি মালিক এর ডিজাইন নিয়ে টেনশনে ছিলেন। কারন গ্রাম্য এলাকাতে হাইরাইজ করা হয় না এবং হলেও তার ডিজাইন সুন্দর হয় না। কারন সেভাবে ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ার গ্রামে যান না এবং ভালো মিস্ত্রি পাওয়া যায় না। তাই তিনি বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করেন। আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সরাসরি ফরিদপুরে সেই অঞ্চলে গিয়ে ভিজিট করে আসেন এবং মেজারমেন্ট সহ যাবতিয় ডিটেইলস নিয়ে আসেন। আমরা সেই হিসেবে ডিজাইন করে দেই। ৫ তালা বিল্ডিংটি ৬ তলা ফাউন্ডেশনে করা হয়েছে। যাতে প্রতিটি ফ্লোরে দুইটি ইউনিট করা হয়েছে। শুধুমাত্র দ্বিতীয়তলাতে একটি ইউনিট করা হয়েছে বাড়ির মালিকের থাকার জন্য। বাড়ির সামনে ছোট একটি উঠোন রাখা হয়েছে যাতে বাচ্চাদের খেলাধুলা, গাড়ি রাখা সহ ছোটখাট প্রোগ্রাম করা যাবে।চতুর্থ তলার ছাদ ঢালাই শেষ হয়েছে, এখন গাঁথুনির কাজ চলছে। ছবিগুলো চতুর্থ তলার ছাদ ঢালাই এর সময় তোলা।