ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। আমাদের এই প্রযেক্টটি নির্মিত হবে ফরিদপুর সদরে। আমাদের এই ক্লাইন্ট উনার নিরাপদ ও আধুনিক বাড়িটি নির্মাণ এর দায়িত্ব আমাদের দেন। বর্ণা ইঞ্জিনিয়ারিং এর টিম প্রথমে উনার জমি ভিজিট করে এবং সব ডিটেইলস নিয়ে আসে এবং মনমুগ্ধকর,নিরাপদ ও আধুনিক একটি ডিজাইন করে দেই।