এই বাড়িটির জন্য শুরুতে একটি ডিজাইন করা হয়েছিল এবং সেই অনুযায়ী ফাউন্ডেশনের কাজও সম্পন্ন হয়। কিন্তু কিছুদিন পর মালিক বুঝতে পারেন, পূর্বের ডিজাইনটি তার পছন্দমতো নয়।পরে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা সাইটে গিয়ে জমিটি পরিদর্শন করি এবং তার প্রয়োজন ও রুচি অনুযায়ী নতুনভাবে একটি আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন তৈরি করি।ডিজাইনটি দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং আমাদের কাজের প্রশংসা করেন।
গ্রুউন্ড ফ্লোরে পুরোটাই পার্কিং এর ববস্থা করা হয়েছে
এবং ২য় ও ৩য় তলে মিলে একটা ডুপ্লেক্স করা হইছে