গ্রাঊন্ডফ্লোরসহ ৩ তলা বিশিষ্ট এই বাড়ীটি নির্মিত হচ্ছে গাজীপুর জেলার টঙ্গীতে । বাড়ির মালিকগন মর্ডান একটি ডিজাইন করাতে চাচ্ছিলেন যেটা চার তলা বিশিষ্ট একটি বাড়ি হবে কিন্তু মালিক ফ্যামিলি নিয়ে থাকবেন। এর জন্যে উনারা আমাদের কল করেন। আমরা টীম প্রথমে উনার জমিটি ভিজিট করে আসে। তারপর মাটি পরীক্ষা করে ডিজাইনের কাজ শুরু করি। আমরা চেষ্টা করেছি উনাদের স্বপ্নকে বাস্তবে ডিজাইনের পাতায় নিয়ে আসার জন্য। আমরা বাড়িটিকে মর্ডান ডিজাইন করে দিয়েছি।
গ্রাউন্ড ফ্লোরে অফিস রুম সাথে টয়লেট এবং পারকিং স্পেস করা হয়েছে ।