বনশ্রীতে এটি আমাদের প্রথম প্রজেক্ট। এই প্রজেক্ট এর মালিক আগে কয়েক যায়গায় ডিজাইন করিয়ে সন্তুষ্ট হতে না পারায় বর্ণা ইঞ্জিনিয়ারিং এর কাছে আসেন এবং উনার চাহিদা আমাদের বলেন। উনি বাড়িটির আউটলুকটা একটু আধুনিক চাচ্ছিলেন। আমরা উনার চাহিদা অনুযায়ী ডিজাইন এর কাজ শুরু করি। পুরো বিল্ডিংটিতে আমরা দুটি করে ইউনিট করি।
বাড়িটির নিচ তলায় পার্কিং এর ব্যবস্থা ক্রয়া হইছে
সাথে আছে কেয়ারটেকার রুম , ইলেক্ট্রিক্যাল রুম ও মেকানিক্যাল রুম