এই বাড়িটির মালিক বাংলাদেশের স্বনামধন্য একজন ডেন্টিস্ট।উনি চাচ্ছিলেন উনার শেষ বয়সে শহরের কোলাহল এর বাইরে গিয়ে গ্রামে যাতে শান্তিতে থাকতে পারেন৷ বাড়ির মালিকের চাহিদা ছিলো মর্ডান ডিজাইনের একটি ডুপ্লেক্স বাড়ি। তাই উনি বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করেন। আমাদের টিম প্রথমে বনগ্রাম গিয়ে জমিটি ভিজিট করে আসে৷ তারপরে ডিজাইন এর কাজ শুরু করি৷ বাড়িটির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
ছাদে একটি রিক্রিয়েশন রুম এবং ডিজিটাল ল্যান্ডস্ক্যাপিং এর কাজ করা হয়েছে। এছাড়া বাড়িটিতে লিফটের ব্যাবস্থা ও করা হয়েছে৷