জনাব নাঈম সাহেব একজন কাতার প্রবাসী। বিদেশে থাকলেও তিনি সবসময় দেশের মাটিতে একটি নিজস্ব বাড়ি করার স্বপ্ন দেখতেন।একদিন ইউটিউবে আমাদের কাজের ভিডিও দেখে তিনি আমাদের প্রতি আস্থা অর্জন করেন এবং যোগাযোগ করেন।এরপর আমরা সরেজমিনে তার জমি পরিদর্শন করি এবং জায়গার পরিমাপ ও প্রয়োজন অনুযায়ী একটি নান্দনিক ডিজাইন প্রস্তুত করি।ডিজাইনটি দেখে নাঈম সাহেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং প্রকল্পটি আমাদের ওপরই দায়িত্ব দেন।