এই ভবনটি নির্মিত হতে যাচ্ছে গাজীপুর জেলার টংগী বিসিক এরিয়ার গোপালপুর এরিয়ায়।এটি গ্রাউন্ড ফ্লোরসহ ৬ তলা একটি ভবন যার নিচতলায় রয়েছে গাড়ি পার্কিং প্লেস এর সাথে একটি গার্ডরুম এবং ৩ টি দোকান । ১ম ফ্লোরে সিঙ্গেল ইউনিট করেছি। ২য় এবং ৫ম ফ্লোরে করা হয়েছে ৩টি করে ইউনিট । জমিটির মালিক একটি আধুনিক ডিজাইন করতে চাচ্ছিলেন যেটা তিনি আমাদের কাছে তুলে ধরেন । প্রথমে আমাদের টীম উনার জমিটি ভিজিট করে মাটি পরীক্ষা সম্পন্ন করে উনাদের চাহিদামতো বাড়িটির ডিজাইনের কাজ শুরু করি।ইনশাআল্লাহ আমরা বাড়ীটির কাজ ছবির মত বাস্তবেও সম্পন্ন করতে পারব ।