সিফাত কুঞ্জ হলো একটি আধুনিক রুচিশীল ডুপ্লেক্স বাড়ি, যেখানে নান্দনিকতা ও আরামদায়ক বসবাসের এক অনন্য মেলবন্ধন ঘটেছে।বাড়িটির মালিক দীর্ঘদিন ধরে একটি স্বপ্নের বাসভবন তৈরির পরিকল্পনা করছিলেন — এমন একটি ঘর, যেখানে পরিবার নিয়ে প্রশান্তিতে বসবাস করা যাবে।সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।আমরা জমিটি সরেজমিনে পরিদর্শন করে তাঁর চাহিদা ও রুচি অনুযায়ী এক সুবিন্যস্ত ও আকর্ষণীয় ডুপ্লেক্স ডিজাইন তৈরি করি।