একজন সৌদি প্রবাসী ভাই, যিনি সারাজীবনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে নিজের জন্য একটি বাড়ি করার পরিকল্পনা করেন।তাঁর স্বপ্ন ছিল — এমন একটি বাড়ি, যেখানে তিনি নিজে থাকবেন, একইসাথে কিছু অংশ থেকে আয়ের ব্যবস্থা থাকবে,যাতে বৃদ্ধ বয়সে আর্থিক চিন্তা ছাড়া নিশ্চিন্তে জীবন কাটানো যায়।তাছাড়া, তিনি চেয়েছিলেন তাঁর ছেলেরা যেন কাছাকাছি থাকে, পরিবারের বন্ধন যেন আরও দৃঢ় হয়।এই ভাবনা থেকেই তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তাঁর জমিটি সরেজমিনে পরিদর্শন করে, তাঁর স্বপ্ন ও বাস্তব প্রয়োজনে মিলিয়ে একটি সুচিন্তিত ও সুন্দর নকশা তৈরি করি।
টপ দুটি ফ্লোর মিলে রয়েছে একটা ডুপ্লেক্স