জনাব আরিফ হোসেন জীবনের পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে বহুদিন ধরেই একটি স্বপ্ন লালন করছিলেন নিজের একটি বাড়ি হবে, যেখানে তিনি নিজে বসবাস করতে পারবেন,এবং পাশাপাশি থাকবে আয়ের একটি স্থায়ী ব্যবস্থা।এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তাঁর জমি সরেজমিনে পরিদর্শন করে, তাঁর চাহিদা ও বাজেট অনুযায়ী একটি সুবিন্যস্ত ও আধুনিক নকশা তৈরি করি,যেখানে বসবাস ও আয়ের সুযোগ একসাথে সুন্দরভাবে সমন্বিত হয়েছে।
নিচ তলায় একটা ইউনিট আছে সাথে আছে পার্কিং
২য় তলায় পুরোটাই মালিক থাকার জন্য একটা ফ্লাট করেছেন