জনাব হিতু খান এর স্ত্রীর বহুদিনের স্বপ্ন ছিল নিজেদের একটি অ্যাপার্টমেন্ট বাড়ি হবে,যেখানে তারা নিজেরাও থাকবেন,আর পাশাপাশি থাকবে ভাড়ার জন্য কিছু ইউনিট,যাতে অতিরিক্ত আয়ের ব্যবস্থা হয়।এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তাদের জমি পরিদর্শন করে,বাসস্থান ও আয়ের সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন ও ব্যবহারিক ডিজাইন প্রস্তুত করি।
নিচতলায় একটা ইউনিট সাথে পার্কিং
২য় তলায় পুরোটা নিজের জন্য একটা ফ্লাট