জনাব রানা মিয়া একজন সার্ভিস হোল্ডার ও ব্যবসায়ী।সম্প্রতি তিনি বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর তিন বোনের বাবা, অর্থাৎ তাঁর শ্বশুরের ছিল একটি বড় স্বপ্ন নিজের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ করা।কিন্তু খজনকভাবে, সেই স্বপ্ন পূরণের আগেই তিনি মৃত্যুবরণ করেন। শ্বশুরের সেই অপূর্ণ স্বপ্ন পূরণের ইচ্ছা থেকে রানা মিয়া ও তাঁর স্ত্রী ঠিক করেন যে, তারা নিজেরাই সেই বাড়িটি নির্মাণ করবেন।এছাড়াও, পরিবারের সবাই যেন একসাথে বেড়াতে এলে থাকার একটি সুন্দর জায়গা থাকে,সেই ভাবনাতেই তাঁরা পরিকল্পনাটি বাস্তবে রূপ দিতে চান।অনেক খোঁজখবর ও পরামর্শের পর তাঁরা আমাদের কাজ দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তাঁদের জমি পরিদর্শন করে, প্রয়োজন ও আবেগের সঙ্গে মিলিয়ে একটি নান্দনিক ও কার্যকর ডিজাইন প্রস্তুত করি।