সুনজিদা ম্যাডাম এর বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল সল্প বাজেটে একটি নিজস্ব বাড়ি নির্মাণ করা।তাঁর বাজেট ছিল খুবই সীমিত, তাই তিনি চেয়েছিলেন একতলা একটি ছোট বাড়ি বানাতে।অনেক জায়গায় ঘুরে দেখার পরও কোনো ডিজাইনই তাঁদের পছন্দ হচ্ছিল না।অবশেষে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তাঁদের বাজেট ও প্রয়োজন বিবেচনা করে একটি সাশ্রয়ী কিন্তু দৃষ্টিনন্দন ডুপ্লেক্স ডিজাইন তৈরি করি,যা তাঁদের সব চাহিদা পূরণ করে।শুধু ডিজাইন নয়, নির্মাণ কাজও আমরা নিজেরাই সম্পন্ন করি।