ভুতান সাহেব একজন প্রবাসী, তাঁর বাবা ছিলেন এলাকার একজন সাবেক চেয়ারম্যান একজন অত্যন্ত সম্মানিত ও ভালো মানুষ।দুঃখজনকভাবে, জীবদ্দশায় তাঁর বাবা নিজের জন্য কোনো বাড়ি নির্মাণ করে যেতে পারেননি।পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেভুতান সাহেব সিদ্ধান্ত নেন, বাবার জায়গাতেই একটি বাড়ি নির্মাণ করবেন,যাতে তাঁর বাবার স্মৃতি চিরকাল জীবন্ত থাকে।এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তাঁর জমি সরেজমিনে পরিদর্শন করে তাঁর আবেগ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অর্থবহ ও নান্দনিক ডিজাইন তৈরি করি।