সোনারগাও বাংলাদেশের অত্যান্ত পুরাতন একটা জনপদের একটি। এখানেই নির্মিত হচ্ছে যাচ্ছে এই বহুতল ভবনটি। জমির মালিক আমাদের সাথে উনার স্বপ্নের কথা শেয়ার করেন। আমরা সেভাবে প্রথমে সোনারগাও গিয়ে জমিটি ভিজিট করে আসি। তার পরেই ডিজাইন এর কাজ শুরু করি। ডিজাইন টিম বাড়িটি আধুনিক শেইপে ডিজাইন করতে চাইলেও বাড়ির মালিক ক্লাসিক্যাল ডিজাইন পছন্দ করেন। আমরা সেভাবেই কাজটি সম্পন্ন করি। অল্প কিছুদিনের মধ্যেই বাড়িটির কাজ শুরু হতে যাচ্ছে।
ভবনটির ডিটেইলস
নিচতলাতে আছে একটি দুইটি ইউনিট এবং সামনে গাড়ি পার্কিং এবং গার্ডরুম
দ্বিতিয় তলা থেকে প্রতি তলায় ৩ টি করে ইউনিট