এই বাড়িটি নির্মিত হতে যাচ্ছে আড়াইহাজাড়ের সনপাড়া বাজারের পাশে।জায়গাটি মাত্র ২ শতাংশ। এখানেই জমির মালিক স্বপ্ন দেখেন সুন্দর একটি বাড়ি বানানোর। আমরা প্রথমে আড়াইহাজার গিয়ে জমিটি ভিজিট করি। ভবনটি একটি কমপ্লেক্স ডিজাইন হওয়ায় আমাদেরকেই ডাকা হয়েছিলো। এবং আমরা সুন্দর করে বাড়ির মালিকের প্রতিটি চাওয়া, স্বপ্ন এবং আকাঙ্খা আমাদের ডিজাইনের প্রতিফলিত করার চেস্টা করেছি।বাড়িটির নির্মান কাজ চলছে। প্রথম ছাদ ঢালাই এর প্রস্তুতি চলছে এখন।