নারায়ণগঞ্জ অবস্থিত প্রজেক্ট এর মালিক প্রথমে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের টীম গিয়ে জমিটি ভিজিট করে ওনার রিকয়ারম্যান্টগুলো শুনেন। জমিটির সামনের সাইড সরু হওয়ার আমাদের একটু বেগ পেতে হয়েছে ডিজাইন করতে। উনি বাড়িটির আউটলুকটা একটু আধুনিক চাচ্ছিলেন এবং সামনের সাইড এবং পিছনের সাইডে দুই রকম ইউনিট করতে চাচ্ছিলেন। আমরা উনার চাহিদা অনুযায়ী ডিজাইন এর কাজ করি।