পুরান ঢাকার বংশাল এলাকা পুরো ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে জমির মূল্য অত্যন্ত বেশি।এমন অবস্থায় বাড়ির মালিক সিদ্ধান্ত নেন স্বল্প জমিতেই একটি সুউচ্চ ভবন নির্মাণের।নিজের বসবাসের জন্যও তিনি চেয়েছিলেন একটি আকর্ষণীয় ও আধুনিক ডুপ্লেক্স ইউনিট।আমরা তাঁর এই ভাবনা অনুযায়ী ভবনটির ডিজাইন প্রস্তুত করি।ভবনটির দিকে তাকালে সহজেই বোঝা যায় উপরের দুই তলা জুড়ে একটি সুপরিকল্পিত ডুপ্লেক্স ইউনিট তৈরি হয়েছে