এই বাড়িটির মালিকরা পুরো ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকেন।পরিবারের বাকী সদস্যরা দেশের বাইরে থাকেন। গ্রামে খুব কম আসা হয় তাদের। উনারা চাচ্ছিলেন গ্রামের বিশাল জমিতে একটি বাড়ি করতে যেখানে মাঝে মাঝে এসে অবসর যাপন করতে পারেন। বাড়ির মালিকের চাহিদা ছিলো মর্ডান ডিজাইনের একটি ডুপ্লেক্স বাড়ি। তাই উনি বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করেন। আমাদের টিম প্রথমে দোহার গিয়ে জমিটি ভিজিট করে আসে৷ তারপরে ডিজাইন এর কাজ শুরু করি৷বাড়ির মালিক ব্যস্ত থাকায় পুরো কনস্ট্রাকশন এর সুপারভিশন বর্ণা ইঞ্জিনিয়ারিং টিম থেকে করা হচ্ছে। বাড়িটির কাজ প্রায় শেষের দিকে। এখন ফিনিশিং এর কাজ চলছে।