এই বাড়ীটি মূলত একটি বহুতল ভবন যার উপরের তলার দুই ফ্লোরে ডুপ্লেক্স করা হয়েছে। এই বাড়ীটির ডিজাইন অন্য একজন ইঞ্জিনিয়ার করেছিল এবং সিভিল কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যার শুরু হয় ডুপ্লেক্স এর ক্ষেত্রে । আমি একটা কথা প্রায়ই বলে থাকি একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন মিলানো অনেক কষ্টসাধ্য ব্যাপার যা সবাই মিলাতে পারে না। এই বাড়ির ক্ষেত্রেও হয়েছে তাই। ডুপ্লেক্সের ডিজাইন মিলাতে ব্যার্থ হয়ে ইঞ্জিনিয়ার কাজ ছেড়ে চলে যায় এবং বাধ্য হয়েই বাড়ির মালিক আমাদের সাথে যোগাযোগ করে। আমরা প্রথমে তার বাড়ীটি ভিজিট করি এবং কলাম থেকে কলাম মেপে ডুপ্লেক্সের জন্য নতুন করে প্ল্যান করি এবং ডিজাইনের থ্রিডি সহ বাকি কাজ শেষ করি।