জনাব শামীম সাহেব পুরান ঢাকার একজন সুনামধন্য ব্যবসায়ী।তাঁর মায়ের ইচ্ছা ছিল নিজস্ব জমিতে একটি বাড়ি নির্মাণের,এবং সেই বাড়ির মাধ্যমেই মায়ের স্মৃতি ধরে রাখবেন — এই ভাবনাতেই জনাব শামীম সাহেব সেই স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন।এই উদ্দেশ্যে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তাঁর জমি পরিদর্শন করে ভালোভাবে পরিকল্পনা তৈরি করি এবং সেই ভাবনা অনুযায়ী বাড়ির সুন্দর একটি ডিজাইন প্রস্তুত করি।