বনশ্রীতে এটি আমাদের দ্বিতীয় প্রজেক্ট। বাড়ির মালিক আমাদের সম্পর্কে জানতেন না।উনি মূলত আমাদের বনশ্রী এর প্রথম প্রজেক্ট এর ডিজাইন দেখে এবং ওই প্রজেক্ট এর মালিকের রেফারেন্সে আমাদের কাছে এসেছিলেন। আমরা উনার চাহিদা অনুযায়ী ডিজাইন এর কাজ শুরু করি।আলহামদুলিল্লাহ আমরা উনার চাহিদামতো ডিজাইন করে দিতে পেরেছি। পুরো বিল্ডিংটিতে আমরা দুটি করে ইউনিট করি। ভবনটির পাইলিং এর কাজ চলছে।