রাজকীয় একটি বাড়ি নির্মাণ এর স্বপ্ন ছিলো আমাদের এই ক্লায়েন্ট এর। এই প্রজেক্টটি নির্মিত হবে ঢাকা জেলার,সাভার উপজেলার অন্তর্গত বিরুলিয়া ইউনিয়নে । এই অপরুপ রাজকীয় বাড়ির স্বপ্ন পূরণ করার জন্য এই ক্লায়েন্ট বর্ণা ইঞ্জিনিয়ারিং-কে বেছে নেন। সেই লক্ষ্যে আমরা প্রথমে তার জমি ভিজিট করে জমির সকল ডিটেইলস নিয়ে আসি এবং মনমুগ্ধকর একটি ডিজাইন করে দেই।
রুফটপে রয়েছে-
জিম রুম, সুইমিংপুল, ড্রেস চেঞ্জিং রুম এবং বাথরুম রয়েছে।
এবং রুফটপে একটি রিক্রিয়েশন স্পেস করা হয়েছে। এছাড়াও বাকি ছাদে ল্যান্ডস্ক্যাপিং করা হয়েছে। পাশাপাশি আমরা গার্ডেনিংও করে দিয়েছি, যাতে ছাদটা ঠান্ডা থাকে।