বাড়ির মালিক আমাদের সাথে যোগাযোগ করেন এবং জানান যে তিনি এই জমিতে একটি ট্রিপ্লেক্স করে থাকতে চান। এছাড়াও পুরো ৬ তলা বাড়ির বাকিটুকুন তিনি ভাড়া দেবেন। আমরা সেই হিসেবে ৬ তলার ডিজাইন করি। প্রথম দুই তলার প্রতি তলায় একটি করে ফ্লাট, এর পরের তিন তলায় বাড়ির মালিকের নিজের থাকার জন্য একটি আকর্ষনীয় ট্রিপ্লেক্স ডিজাইন করা হয়েছে। আমরা ডিজাইনের সময় বাড়ির মালিকের পছন্দ, অপছন্দ সহ সকল বিষয়গুলো সর্বাগ্রে প্রধান্য দিয়ে তারপরেই ডিজাইন করেছি।
নিচতলাতে আছে:-
১) গাড়ির জন্য পার্কিং স্পেস
২) একটি গার্ডরুম
৩) লিফ্ট এবং সিড়ি রুম
৫) ড্রইভার ওয়েটিং রুম
৬) জেনারেটর রুম