আরিফ আবরার সাহেব একজন প্রবাসী।নিজের এবং ভাইয়ের জন্য দুটি বাড়ি নির্মাণের ইচ্ছা থেকেই তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।তাঁর অনুরোধ ছিল— দুইটি বাড়িই যেন একই নকশা ও একই রঙে তৈরি হয়,যাতে দু’ভাই পাশাপাশি থেকে পারিবারিক বন্ধন অটুট রাখতে পারেন।আমরা তাঁর এই ভাবনা অনুযায়ী জমি পরিদর্শন করে একই ডিজাইন ও রঙে দুটি নান্দনিক বাড়ির নকশা প্রস্তুত করি।