বসর সাহেব একজন সফল ব্যবসায়ী।তিনি চেয়েছিলেন এমন একটি বাড়ি করতে, যেখানে তিন ভাই একসাথে নিজ নিজ পরিবার নিয়ে আরামদায়কভাবে বসবাস করতে পারেন।এই ভাবনা থেকেই তিনি একটি ট্রিপ্লেক্স বাড়ি নির্মাণের পরিকল্পনা নেন।আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা তাঁর জমি পরিদর্শন করিএবং তিন ভাইয়ের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী একটি আধুনিক ও আকর্ষণীয় ট্রিপ্লেক্স নকশা তৈরি করি।