সন্দ্বীপে এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট । এই বাড়ীটির মালিক একজন প্রবাসী । ভদ্রলোক অনেক দিন থেকেই আমার কাজগুলো দেখতেন এবং আমাকে দিয়ে একটি বাড়ি বানানোর জন্য মনস্থির করলেন। আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করে জমির ম্যাজারমেন্ট নিয়ে ডিজাইনের কাজ শুরু করি ।
ভবনটির ডিটেইলস :
গ্রাউন্ড ফ্লোর : গ্রাউন্ড ফ্লোরের অর্ধেক অংশে ৫টি দোকান এবং বাকি অর্ধেকে ATM , সিটিং এরিয়া, অফিস, স্টোর রুম ,কিচেন এবং পার্কিং ।
ফাস্ট এবং সেকেন্ড ফ্লোরঃ এই দুই ফ্লোরে কমার্সিয়াল স্পেস করা হয়েছে ব্যাংক/অফিস ভাড়া দেয়ার জন্য ।
থার্ড এবং ফোর্থ ফ্লোরঃ এই দুই ফ্লোরে চারটি করে ইউনিট করা হয়েছে ।