চট্টগ্রামের মানিক সাহেবের গল্পটা একটু ভিন্ন। মানিক সাহেবের স্বপ্ন ছিলো কম বাজেটে ছোট্ট কিন্তু সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি বানাবেন। তাই উনি বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করেন।ঢাকা থেকে দূরে হওয়া সত্ত্বেও আমাদের টিম চিটাগাং গিয়ে উনার জমিটি পরিমাপ করে জমির সকল ডিটেইলস নিয়ে আসে। তার পরে আমরা জমির সাইজের উপর নির্ভর করে সুন্দর একটি ডিজাইন করি যা মানিক সাহেবের খুবই পছন্দ হয়। পুরো বাড়ীটি ছাদসহ ল্যান্ডস্ক্যাপিং করা হয়েছে।