হাইরাইজ এই ভবনটি বানানো হয়েছে রেসিডেন্ট ভবন হিসেবে ব্যাবহার করার করার জন্য। গ্রাঊন্ডফ্লোরসহ ৮ তলা বিশিষ্ট এই বাড়ীটি নির্মিত হচ্ছে বাকলিয়া , চট্টগ্রামে। বাড়ির মালিকগন একটি ডিজাইন করাতে চাচ্ছিলেন যা তাদের নিজেদের থাকার পাশাপাশি ইউনিট করে ভাড়া দেয়ার কাজে ব্যাবহার করা হবে। আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করি। তারপর মাটি পরীক্ষা করে ডিজাইনের কাজ শুরু করি। আমরা চেষ্টা করেছি উনাদের স্বপ্নকে বাস্তবে ডিজাইনের পাতায় নিয়ে আসার জন্য।
গ্রাউন্ড ফ্লোর : গ্রাউন্ড ফ্লোরে একটি অংশে পার্কিং এর ব্যাবস্থা করা হয়েছে ,
বাকি অংশে রয়েছে-
১) কেয়ারটেকার রুম
২) ইলেক্ট্রিকাল এবং ম্যাকানিকাল রুম
৩) গ্যাস চেম্বার
৪) লিফট ।