সন্দীপে এটা আমার প্রথম কাজ । সন্দীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা একটি দ্বীপ, যেখানে কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন হয়েছে। সেখানকার মাটি, বাতাস , পরিবেশ একটু আলাদা। এই সব কিছু বেবেচনা করেই বাড়ীটির ডিজাইন করতে হয়েছে। এই ক্লায়েন্ট চিটাগং শহরের একজন ব্যাবসায়ী তিনি তার গ্রামের বাড়িতে একটি ভিন্ন ডিজাইনের বাড়ি করতে চাচ্ছিলেন । আমি প্রথমে জমিটা ভিজিট করি তারপর ডিজাইন করি ।