এই ক্লায়েন্ট দীর্ঘদিন ধরে ফেসবুকে নিয়মিত আমাদের কাজগুলো পর্যবেক্ষণ করেন এবং তিনি মনস্থির করেন যে, বর্ণা ইঞ্জিনিয়ারিং-কে দিয়েই তার বাড়িটির ডিজাইন করাবেন । তারই ধারাবাহিকতায় তিনি আমাদের সাথে যোগাযোগ করে জমিটি ভিজিট করতে বলেন। আমরা প্রথমে তার জমি ভিজিট করে জমির সকল ডিটেইলস নিয়ে আসি এবং মনমুগ্ধকর একটি ডিজাইন করি।
ভবনটির ডিটেইলস-
গ্রাউন্ড ফ্লোর: গ্রাউড ফ্লোরের একটি অংশে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এর সাথে লিফট, গার্ড রুম, একটি জেনারেটর রুম এবং একটি ইউনিট করা হয়েছে।