এই ভবনটি নির্মিত হতে যাচ্ছে গাজীপুর জেলার সদর উপজেলার হাড়িনাল এলাকায়। এটি গ্রাউন্ড ফ্লোরসহ ৬ তলা একটি ভবন যার নিচতলায় রয়েছে গাড়ি পার্কিং প্লেস এর সাথে একটি ইউনিট। ২য় থেকে ৫ম তলার প্রতি ফ্লোরে সিঙ্গেল ইউনিট করেছি। জমিটির মালিক একটি আধুনিক ডিজাইন করতে চাচ্ছিলেন যেটা তিনি আমাদের কাছে তুলে ধরেন । প্রথমে আমাদের টীম উনার জমিটি ভিজিট করে, যেহেতু হাই-রাইজ ভবন তাই মাটি পরীক্ষা সম্পন্ন করে উনাদের চাহিদামতো বাড়িটির ডিজাইনের কাজ শুরু করি।ইনশাআল্লাহ আমরা বাড়ীটির কাজ ছবির মত বাস্তবেও সম্পন্ন করতে পারব ।