অসাধারণ এই বাড়িটি নির্মিত হতে যাচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায়। জমিটি প্রস্থের দিকে মাত্র ৩০ ফিট এর মতন। লম্বায় প্রায় ১০০ ফিট। জমিটি অত্যান্ত গুরুত্বপুর্ণ একটি লোকেশনে রয়েছে। তাই জমির মালিক একটি ১০ তলা ভবন নির্মান করতে চয়েছেন কিন্তু তিনি দুশ্চিন্তায় ছিলেন যে এই জমিতে ১০ তলা বাড়ি হবে কিনা। তাই তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা প্রথমে রাজেন্দ্রপুর গিয়ে জমিটির মাপ নিয়ে আসি এবং সে হিসবেে ডিজাইন শুরু করি। প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট ডিজাইন করা হয়েছে।