এই প্রজেক্টটা আমাদের পুরোনো এক ক্লাইন্ট এর। আমরা দুইবছর আগে "ঐক্যতান" নামের একটা ডুপ্লেক্স এর ডিজাইন করেছিলাম। ওই ডিজাইনটা করার পরে আমাদের প্রতি উনার বিশ্বস্ততা বেড়ে যায়৷ এখন উনি একটি ত্রিপ্লেক্স করবেন। এজন্যে উনি আমাদেরকে আবার উনার দ্বিতীয় বাড়ির স্বপ্নটা পূরণ করার জন্যে ডাকেন৷ আমরা প্রথমে গাজীপুর গিয়ে জমিটি ভিজিট করে মেজারমেন্ট নিয়ে আসি। তারপর উনার চাহিদাগুলো বিস্তারিত জেনে নেই। তারপর ডিজাইন শুরু করি। পুরো বাড়িটাকে আমরা একটা ক্ল্যাসিক্যাল শেইপ এ নিয়ে এসেছি। আমরা প্রতিটি কলাম এর ডিজাইনকে আলাদা ভাবে ডিটেইল ডিজাইন করে দিয়েছি।ছোট ছোট ক্ল্যাসিক্যাল ডিটেইল ডিজাইন করেছি।