রিসোর্ট একটি স্বপ্নের নাম। দীর্ঘদিনের লালিত এই স্বপ্নকে বাস্তবে রুপদান করতে আমাদের সাথে যোগাযোগ করেন এই প্রজেক্টের ক্লায়েন্ট। আমাদের যখন জমিটি দেখানো তখন মূলত এটি একটি পতিত জমি। যেখানে একটি পুকুর আছে যাতে আগে মাছে ঘের করা হত এবং এখন পাড় ভাঙ্গা অবস্থায় পরে আছে। আমরা প্রথমে পুরো জমিটি ডিজিটাল সার্ভে করে জমির মাপ এবং পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়ে নেই। তার পরেই কাজ শুরু করি। রিসোর্ট করতে গেলে পানির কানেকশন থাকাটা গুরুত্বপূর্ণ তাই আমরা পুকুরটাকে সাজাই এবং আলাদা একটি ওয়াটার চ্যানেল করি। পুরো জমিটিকে ঘিরে রাস্তা বানাই। এছাড়া বসার জন্য প্রচুর সিটিং এরেজমেন্ট করা হয়েছে এবং সুন্দর একটি মাঠ ডিজাইন করা হয়েছে। মাঠের পাশে ছোটখাট প্রোগ্রাম করার জন্য একটি শেড তৈরি করা হয়েছে।
নিচতলাতে আছে ১) দুইটি ড্রইং রুম (একটি বড় এবং একটি ছোট) ২) একটি ডাইনিং রুম সাথে একটি কমন বাথরুম ৩) দুইটি মিটিং রুম ৪) একটি কিচেন (রেস্টুরেন্ট টাইপ) ৫) ওয়াসরুম ব্লক(ওয়াস বেসিন, জেন্টস এবং লেডিস ওয়াসরুম আলাদা করে করা হয়েছে) দ্বিতীয়তলাতে আছে ১) চারটি বেডরুম ২) চারটি এটাচ বাথরুম উইথ ক্লজেট ৩) চারটি বারান্দা ৪) একটি ফ্যামিলি লিভিং ৫) একটি সুবিশাল পোর্চ ৬) একটি সুইমিং পুল ছাদে আছে ১) বারবিকিউ এর স্পেস ২) ড্রিংকস এর জন্য বার ২) ওপেন স্পেস পুরো রিসোর্ট এর মধ্যে আছে ১) পুকুরের মাঝখানে বসার জন্য একটি ছাউনি, নৌকা ব্যবহার করে সেখানে গেস্টরা যেতে পারবে। ২) দুইটি আলাদা আলাদা ঘাট যেখান থেকে নৌকা করে পুরো পুকুরে ঘুরতে পারবে গেস্টরা। ৩) এক পাশে ওপেন পার্টি করার জন্য স্পেস দেয়া হয়েছে ৪) একিট ওয়াচটাওয়ার দেয়া হয়েছে ৫) পার্কিং এর জন্য আলাদা ঘর করা হয়েছে। ৬) একটি ওয়াটার চ্যানেল তৈরি করে তাতে দুটি কাঠের ব্রীজ দেয়া হয়েছে। ৭) একটি ফাউন্টেইন করে তার পাশে সিটিং এরেঞ্জমেন্ট করা হয়েছে। ৮) মাঠের সাথে প্রোগ্রাম করার জন্য শেড তৈরি করা হয়েছে এবং তাতে রান্না করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ৯) প্রজেক্টে ঢোকার জন্য দুটি আলাদা গেট রাখা হয়েছে। asdasdas