চৌদ্দগ্রাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি চৌদ্দগ্রাম উপজেলার সদর। শহরটি চৌদ্দগ্রাম উপজেলার বৃহত্তম শহরাঞ্চল। এই মর্ডান ডুপ্লেক্স বাড়িটি তৈরি হবে চৌদ্দগ্রাম উপজেলায়। আমাদের এই ক্লায়েন্ট বর্ণা ইঞ্জিনিয়ারিং-কে দিয়ে তার লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়িটি ডিজাইন করার ইচ্ছা পোষণ করেন। সেই লক্ষ্যে আমরা প্রথমে তার জমি ভিজিট করে জমির সকল ডিটেইলস নিয়ে আসি এবং মনমুগ্ধকর একটি ডিজাইন করি।
রুফটপে একটি রিক্রিয়েশন স্পেস করা হয়েছে। এছাড়াও বাকি ছাদে ল্যান্ডস্ক্যাপিং করা হয়েছে। পাশাপাশি আমরা গার্ডেনিংও করে দিয়েছি, যাতে ছাদটা ঠান্ডা থাকে।