সম্পূর্ন আমাদের তত্বাবধায়নে এই অসাধারণ বাড়িটি তৈরী হতে হচ্ছে কুমিল্লা জেলার কংশনগর বাজারে । বাড়ির মালিক একজন প্রবাসী । তিনি ফেসবুকে আমাদের কাজ সম্পর্কে অবগত হন এবং মালামাল সহ সম্পুর্ন কাজ আমাদের দিয়ে করানোর জন্য মনস্থির করেন । আমাদের টিম প্রথমে গিয়ে জমিটি ভিজিট করে আসে । তারপর ওনার মনের মত ডিজাইন করার পর কন্সট্রাকশন কাজ শুরু করি । ইনশাআল্লাহ্ ডিজাইন অনুযায়ী বাড়ির নির্মান কাজ সম্পন্ন করে উনার কাছে চাবি বুঝিয়ে দিয়ে আসব ।