সাধারণ এই বাড়িটি নির্মিত হতে যাচ্ছে গোপালগঞ্জের কোটালিপারাতে। বাড়িটি কয়েক এক জমির একটি সুবিশাল ভিটি বাড়ির ভেতরে নির্মিত হবে। বাড়িটি মূল রাস্তা থেকে একটু দূরে। তাই আমাদের প্রথম টার্গেট ছিলো রাস্তা থেকে বাড়িটির ভিউ দৃশ্যমান করা। যাতে যেকোন সময় বাড়িটি যে কারো চোখে পরে যায়। সেই জন্য আমরা প্রথমেই বাড়ির বাইরে কোট টাইলস ব্যবহার করিনি। বাউন্ডিরিটি বাড়ির সিকিউরিটির জন্য নয় কারন পুরো জমিতে একটি সুবিশাল বাউন্ডারি রয়েছে। এই বাউন্ডারিটি আলাদা ভাবে সৌন্দর্যের জন্য করা হয়েছে। আমরা চেষ্টা করেছি বাড়ির মালিকের বাবা মায়ের জন্য নির্মিত আবসস্থলটি যাতে তাদের মনতুষ্ট হয়। অল্পকিছুদিনের মধ্যেই বাড়িটির কাজ শুরু হতে যাচ্ছে।